গাছে গাছে আমের মুকুল,
রূপ ও ঘ্রাণে মাতাচ্ছে কুল!
হলুদ হাসি হেসে,
মনটি ভরে দেখলে চেয়ে,
সুন্দরে তার উঠি নেয়ে!
রূপ মেখে যাই ভেসে!
ম-ম ঘ্রাণে অলির দলে,
উল্লাসে বেশ আসে চলে!
পরাগরেণু মাখে,
ঝুলে থাকে ফুলের বোঁটা,
বাইরে আসে সবুজ গোটা!
আমের ছবি আঁকে।
আমের মুকুল আসলে গাছে,
দেখলে এ মন আলোয় নাচে!
মুগ্ধতা দেয় রূপে,
নজরকাড়া হলুদ ফুলে,
রূপের বাহার দেখায় খুলে!
সুখ দে প্রাণের কূপে।