Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

রক্তে আঁকা প্রচ্ছদ

রক্তে আঁকা প্রচ্ছদ
অভিমানগুলো সব জমা রেখো
ওই মেঘেদের কাছে, ফুলেদের কাছে,
যদিও একদিন নিঃশব্দে ঝরে যাবে ফুল
ঝরে যাবে মেঘ রিমঝিম বৃষ্টির আর্তনাদে।
ওই ফুলেদের বুকে যা আছে জমা
ওই মেঘেদের কাছে যা আছে জমা
হোক তা হাজার বছরের প্রেম কিংবা দ্রোহ
ওরা ঠিক ছড়িয়ে দেবে আকাশে বাতাসে
প্রজন্ম থেকে প্রজন্মে পাতা ও ফুলের কাছে
কষ্ট নিয়ে উড়ে চলা পেঁজা মেঘের ডানায়।
এই যে অশোক, পলাশ, শিমুল ফুলে
এখনো লেগে আছে আমার ভাইয়ের রক্ত,
এখনো কৃষ্ণচূড়ার বনে হিন্দোল তোলে
ঐতিহাসিক ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ,
সেই দ্রোহে পবিত্র রক্তমাখা পাপড়িগুলো
কী কভু ভুলতে পেরেছে ৫২ ও ৭১ এর কথা?
 

কমেন্ট বক্স