হাফিজুর রহমান
ঈদের ওই বাঁকা চাঁদে
হাসি থাকে লেগে,
দুঃখ যতই থাক না মনে
দেখলে যায় ভেগে।
ঈদের ওই বাঁকা চাঁদ
দেখি সবাই খোঁজে,
ঈদের খুশি সব মানুষের
সকলেই তা বোঝে।
ঈদের ওই বাঁকা চাঁদে
ভাঙে বাধার বাঁধ,
দ্বন্দ্ব ভুলে চলতে শেখায়
মিলিয়ে হাতে হাত।