কাজী নাজরিন 
বিট্টু মিয়া খুশিমনে
গেছে পশুর হাটে
শখের বশে গরু দেখতে
বিট্টু গেছে ছুটে।
বিট্টু মিয়া আদর করে
গরুর ধরে শিং
বিট্টুর পেটে গুঁতা মেরে
গরু ছোটে তিড়িংবিড়িং।
পশুর হাটে বিট্টু মিয়া
ধরে দুটো কান
আর যাবে না পশুর হাটে
করে অভিমান।
 
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                