Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গ্রন্থমেলা শেষ তবু জেগে মনোহর

গ্রন্থমেলা শেষ তবু জেগে মনোহর
স্বাধীনতা টাওয়ারের মাথায় জোছনা!
অমলকমলগন্ধ বাংলা একাডেমি ঘিরে
বইমেলার ধুলো গায়ে মেখে যাচ্ছি ফিরে...
ভাষাহারা পাখি কাঁদে আনন্দ-বেদনা।
গ্রন্থমেলা বলে, ‘আবার আসব কেঁদো না’
আটলান্টিক পাড়ি দিয়ে কেউ ফিরছে নীড়ে
বিরহরোদনে কেউ বসছে সাগরতীরে
কাঁচা লেখা পাকা লেখা হাতে সুরকন্যা।

সুবর্ণলেখায় হবে জয় একদিন
লাবণ্যপ্রবাহে ভরবে বসন্তকানন
আজন্মসাধন মন সরস সুন্দর।
অনিন্দ্যসুন্দর তুমি আকারপ্রকারহীন
পুলক-অক্ষরে গাঁথব বাসর-শয়ন
গ্রন্থমেলা শেষ তবু জেগে মনোহর ॥
 

কমেন্ট বক্স