জরির কাঁকন
আনজানা ডালিয়া
দিকশূন্য নির্জন এক শহরে
নিয়ন বাতি হয়ে জ্বলছ বহুদূরে
সেই আলোয় অন্য শহরে আমিও রঙিন
ঘাসফড়িংটা আঙুলের ফাঁকে বাসা বেঁধেছে সেই কখন।
আলোর স্রোতে ভেসে যাই নিত্য তোমারই মতো
তুমি এলেই আলপনা জোনাকিরা আপন হতো।
চোখের ভাষা হেরে যাবে ঠোঁটের কাছে এসে মিষ্টি গানে
প্রজাপতির ভালোবাসা হেসে উঠবে জরির কাঁকনে।
কমেন্ট বক্স