মুক্ত বিহঙ্গ উড়ছে স্বাধীন
নীল আকাশের বুকে,
ঢালছে রোদে রুপোর ঝিলিক
শিশিরকণার মুখে!
ধানের শরীর ছুঁয়েই বাতাস
যাচ্ছে কোথাও দূরে,
গাছের ডালে গাইছে পাখি
মিষ্টি মধুর সুরে!
লাঙল কাঁধে ছুটছে কৃষাণ
সাতসকালে ওঠে,
গুনগুনিয়ে গাইছে অলি
ফুলের সুবাস ছোটে!
কচি ঘাসের নরম ডগায়
ঘাসফড়িংয়ের মেলা,
প্রজাপতি ফুলের ’পরে
খেলছে রূপের খেলা!
রৌদ্রকিরণ ঝলমলিয়ে
দিগন্তে যায় মিশে,
বাতাসে এলে খুশি মেখে
দুলছে ধানের শীষে।
                           
                           
                            
                       
     
  
 


 সুজন দাশ
 সুজন দাশ  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
