Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


বিমান থেকে গাজায় খাবার ফেলল যুক্তরাষ্ট্র

বিমান থেকে গাজায় খাবার ফেলল যুক্তরাষ্ট্র ছবি সংগৃহীত



 
গাজায় অভুক্ত মানুষদের জন্য প্রথমবারের মতো উড়োজাহাজ থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবার প্যাকেট প্যারাস্যুটের মাধ্যমে গাজায় ফেলা হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনটি সি-১৩০ পরিবহন বিমান খাবারের প্যাকটেগুলো গাজায় ফেলেছে।

মার্কিন সূত্র বিবিসির অংশীদার সিবিএসকে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন গাজার মানুষদের জন্য বেশ কিছু সহায়তার ঘোষণা দিয়েছেন। বিমান থেকে খাবারের প্যাকেট দেওয়া এগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ।

গত শুক্রবার (১ মার্চ) গাজায় ত্রাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। বৃহস্পতিবার একটি ত্রাণবহরে ভিড় করা গাজাবাসীর ওপর নির্বিচারে গুলি করে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো খাবার পৌঁছে দেওয়া হলো।

ওই ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ অনেক পশ্চিমা দেশই ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শনিবার (২ মার্চ) বিকেলে বিমান থেকে মোট ৬৬ বান্ডিল খাবার ফেলা হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত অভিযানের অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী এবং আরজেএএফ সি-১৩০ বিমান থেকে সেনারা আকাশ থেকে খাদ্য সহায়তা ফেলেছেন।

ইউএস সি-১৩০ বিমান থেকে গাজার উপকূলরেখা বরাবর ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলা হয়েছে।

উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আশ্রয়শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। খাদ্য সরবরাহের গাড়িগুলোও প্রবেশের অনুমতি দিচ্ছে না নেতানিয়াহু সরকার। গাজার মানুষ পশুখাদ্য খেয়ে বেঁচে আছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স