Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ১০৪ ফিলিস্তিনি

ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ১০৪ ফিলিস্তিনি ছবি সংগৃহীত





 
গাজায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রাণপ্রত্যাশীরা গাজায় তাদের কাছে ভয়ংকরভাবে উপস্থিত হয়েছিল। এ সময় সেনারা তাদের ওপর গুলি চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার দক্ষিণে খাবারের জন্য অপেক্ষা করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলের বৃত্তাকার হামলায় ১০৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ভিড়ের মধ্যে সহিংসতা ও ট্রাক থেকে ত্রাণ লুটপাটের সময় এ ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিড়ের মধ্যে বেশ কয়েকজন সদস্য ইসরায়েলের সেনাদের দিকে তেড়ে যান। এ সময় তারা ত্রাণ বিতরণে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে তারা বিপদের মুখোমুখি হলে তারা ভিড়কে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনাটি পর্যালোচনা করে দেখছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ লোক নিহত হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স