Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

এক প্রবাসী

এক প্রবাসী
জর্জেস মোহাম্মদ

প্রবাস তুমি ধন্য করেছ,অন্ন তুলেছ মুখে,
বস্ত্র দিয়েছ রং চঙ্গে,জীবন সুখে দু:খে।
আবাস দিয়েছ নানা ঢঙ্গে,নানা কারুকাজ ,
শীতল তাপ,তপ্ত বিহনে মনের মত সাজ।

নিয়েছ কেড়ে মুখের বুলি,মায়ের ভাষা,
দিয়েছ অঢেল,নানা ভাষা,প্রসন্ন আশা।
স্বপ্ন শুধু স্বপ্নীল ,সুক্ষ অনুভূতির জাল,
শুধু চাওয়ার পাওয়ার খেলা,নাহি ঢাক্-ঢাল।

প্রকৃতি দেখায় রূপ,নানা সাজে সমাহার,
সেই রূপ খুঁজি শুধু ,মিটায় হৃদয় আহার।
পুরনো আবেগে নব,বেগ কমে যায়,
বেগ আবেগের হাতে,প্রবাসী অসহায় ।

প্রবাসীরা ভাষায় বন্ধি,নব ভাষা প্রনয়নে,
মাটি ছেড়ে নতুন মাটি,স্বৃতির সন্ধানে।
একই ঘরে বহুকাল,জানেনা প্রতিবেশীর খবর,
সুখে দু:খে যায় কাল,জীবন যাযাবর।

না না জাতে,না না হাতে,সোহাগ পেয়েছি যত,
ঠুনক সবই,হৃদয় বীণায়,বাজে অনবরত।
বর্ণ মালারে,স্বর্ণ লতার ন্যায় জড়িয়ে,
জীবন চলেনা সুখে,মাতৃ ভাষা এড়িয়ে।

তবুও ভালবাসি জীবন,চোখ ভরা হাসি,
হৃদয় কোনে জমা,আঁখিজল রাশি রাশি।

কমেন্ট বক্স