নুশরাত রুমু
পুরোনো প্রেম জাগল আবার
নতুন অবগুণ্ঠনে
সারি সারি দৃশ্যপটে
যত ছিল স্মৃতির ঘটে
বেরিয়ে এসে খুশির বেগে
মধু খোঁজে মৌবনে।
পুরোনো মন নোঙর ফেলে
হারানো সেই বন্দরে
অনুভূতির পর্দা তোলা
জানি অতীত যায় না ভোলা
সময় তবু আদেশ করে
আবেগ মুছে ভুল তারে।
পুরোনো দিন আবার ডাকে
স্বপ্ন বোনা প্রান্তরে
এক জনমের কান্না হাসি
কেউ বলিনি ভালোবাসি
অলিখিত চুক্তি তবু
গাঁথা আছে অন্তরে।