Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

আহম্মদ হোসেন বাবুর কবিতা

আহম্মদ হোসেন বাবুর কবিতা
১. মৌসুমির পাগলামি পুড়ে যাচ্ছি আমি

দাবদাহ চলছে অরণ্য পুড়ছে জলে জ্বলে আগুন!
মৃত্তিকা ফাটছে যাচ্ছে মরে মাছ চলে গেছে ফাগুন!
তৃষ্ণায় কাতর নদী আর সাগর
মানুষের কারণে থেমে গেছে জাগর।
সেই মানুষকেই করি মিনতি আসুন সবাই জাগুন।

২. খোয়াবনামা
অঘোষ বর্ণ ও ঘোষ বর্ণ জেনে বলো আজ কী-বা হবে আমার?
অনাথ নিবাসে তুমিহীনা কাটে কাল গতিহীন ধ্বনিহীন পোড়ে খামার!
অচিরাচরিত জীবনের ছাপ নিয়ে অনন্তকাল
অনিন্দ্যআলো ছোটে অবিরাম বাজে কাহার-বা তাল!
বাজে কুহরণ তৃষাতুর আমরণ তবু লেখি যা দেখি খোয়াবনামার!
৩. তপস্বীর আলিঙ্গন
আঁধার আর নির্জনতা সঙ্গী হলো আজ জানি না কেন
ব্যথার দিনে শ্রাবণধারা ঝরছে বুকে কার পরশে যেন!
তপস্বীর আলিঙ্গনে জেগে ওঠে পুণ্য
অলৌকিক কিছু ঘটুক মুছে যাক শূন্য।
উৎকণ্ঠা রূপান্তর হোক অমলে কমলে যেনতেন।

কমেন্ট বক্স