তুহীন বিশ্বাস :
প্রতিনিয়ত অগ্ন্যুৎপাত হয়-
পুড়ে ছারখার হয় সময়।
শৃঙ্গের হাসিটা অসহ্য লাগে
সুখটুকু বিষ ছড়ায় ব্যর্থর জালে
দায়ী হয় প্রবাহিত নির্মল বাতাস।
আমার চোখে-
তোমার পৃথিবীর অনবরত কান্না দেখি
নীরবে দগ্ধ হয়েও তৃপ্তির ঢেকুর তুলি।
চরিত্রটা হয়ে গেছে প্রেতাত্মার!
                           
                           
                            
                       
     
  
 


 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
