Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আমার ভাবনায় ১৪ ফেব্রুয়ারি

আমার ভাবনায় ১৪ ফেব্রুয়ারি
রাজিনা চৌধুরী


ভালোবাসা তোমার কাছে কী, আমার জানা নেই। সময় আর প্রযুক্তিগত অবদানে ভালোবাসা হয়ে উঠেছে জিএফ, বিএফ, রুম ডেট, কনসিভ, এবরশন, ব্যাকআপ, আত্মঘাতী। এই প্রজন্মের প্রকৃত ভালোবাসার মূল্যবোধ কম। ভালোবাসা মানে শুধু সংস্কৃতির বাহক। এই শতাব্দীতে আমার কাছে ভালোবাসা অনুভবে চোখ বন্ধ করলে যাকে দেখা যায়, মনের দেয়ালে যার ছবি টানানো থাকে আজীবন, যার চোখের দিকে তাকিয়ে সবুজ অরণ্য অথবা সমুদ্রের ঢেউয়ে চেপে তেপান্তরে হারিয়ে যাওয়া যায়Ñদিনের পর যেভাবে রাত হয়, রাতের পর যেভাবে দিন হয়। সেভাবে নিয়ম করে একান্তে যাকে ভাবা যায়। মাঝরাতে আধো ঘুমে মাথায় যার কথা মনকে প্রফুল্ল করে।
আমার সাম্রাজ্য নেই বা সে শাসন করল ছোট ছোট অভিমান আর শত-সহস্র ভালোবাসা দিয়ে। বেলা শেষে যার শূন্যতায় ঘেরা অস্থির বুকে মাথা রেখে স্বর্গের সুখ নাই বা পাই। নাইবা শরীরটা কেঁপে ওঠে তীব্র সুখে। তবু মনটা থাকবে আকাশচুম্বী আনন্দে। জীবনের অমাবস্যায় জোছনার আলো হয়ে এসে বেঁচে থাকার পথ নাই বা দেখাল। পৃথিবীতে একখণ্ড স্বর্গ, যার ভালোবাসা ছন্দে সমন্বয় হবে। যার এত এত ভালোবাসা না পেয়েও তাকে মনের মণিকোঠায় রেখে লক্ষ-কোটি বছর বাঁচতে পারব। তাইতো ভালোবাসা, যা কোনো দিন বা সময়ের বন্ধন দিয়ে গুরুত্বপূর্ণ করতে চাই না। তাই তার গুরুত্ব প্রতিটি নিঃশ্বাসে, যা ইতিহাসেও দেখা যায়।
-নিউইয়র্ক
 

কমেন্ট বক্স