Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


বিয়ের সংখ্যা কমেছে চীনে

বিয়ের সংখ্যা কমেছে চীনে ছবি : সংগৃহীত



 
চীনে গত বছরে বিয়ের সংখ্যা কমেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, বিয়ের নথি সংগ্রহ শুরুর পর ২০২২ সালে বিয়ের সংখ্যা ছিল সর্বনিম্ন। দেশটিতে গত এক দশক ধরেই এমন প্রবণতা বিরাজমান। ধারণা করা হচ্ছে, কঠোর কোভিড লকডাউন বিয়ের সংখ্যা কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত বছর ৬৮ লাখ ৩০ হাজার দম্পতি তাদের বিয়ে নিবন্ধন করেছেন। যা ২০২১ সালের তুলনায় প্রায় ৮ লাখ কম।

২০২২ সালে ছয় দশকের মধ্যে প্রথমবার চীনে জনসংখ্যা কমেছে। ধারণা করা হচ্ছে এটি দেশটিতে জনসংখ্যা কমে যাওয়ার দীর্ঘ পর্বের সূচনা করেছে। গত বছর প্রতি হাজারে জন্মহার ছিল ৬ দশমিক ৭৭। বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহ দিতে গত মাসে চীন একটি পাইলট প্রকল্প শুরু করেছে। কয়েকটি প্রদেশ তরুণ নববিবাহিতদের বেতনসহ ছুটির মেয়াদ বাড়িয়েছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স