Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

২১৩ আসনের ৮৯টিতে জয়ী ইমরান-সমর্থিত প্রার্থীরা

২১৩ আসনের ৮৯টিতে জয়ী ইমরান-সমর্থিত প্রার্থীরা ছবি সংগৃহীত


পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে আরও এগিয়ে গেছেন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, ২১৩টি আসনের মধ্যে ৮৯টিতেই জিতেছেন তারা।

নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। দলটি আসন পেয়েছে ৫৯টি। এরপর রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তারা জিতেছে ৫০টি আসনে। অন্য ১৫টি আসনে জিতেছে বাকি দলগুলো।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয় পাকিস্তানে। এর প্রায় ১৩ ঘণ্টা পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও ইমরান খানের পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আইনি প্রতিবন্ধকতার কারণে এবার নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাটও মেলেনি তাদের। ফলে পিটিআই-সমর্থিত প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়েছে।

দেশটির অপর সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাকিস্তানে কোনো দল একক সরকার গঠন করতে চাইলে ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে দলগুলো। এবার জাতীয় পরিষদের নির্বাচনে ২৬৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স