Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের সিনেমা হলে  মুক্তি পেল ‘হুব্বা’

যুক্তরাষ্ট্রের সিনেমা হলে  মুক্তি পেল ‘হুব্বা’ নিউইয়র্ক : হুব্বা’র শুভ মুক্তি অনুষ্ঠানে কথা বলছেন বায়োস্কপ ফিল্মসের এর কর্ণধার রাজ হামিদ।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ও ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি শহরে মুক্তি পেয়েছে। বাংলাদেশি মালিকানাধীন বায়োস্কোপ ফিল্মস সিনেমাটির পরিবেশক। যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত ‘হুব্বা’ই মোশাররফ করিমের প্রথম সিনেমা। 
এদিকে সিনেমাটি প্রদর্শনের আগে সন্ধ্যায় জ্যামাইকা মাল্টিপ্লেক্সে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, কলকাতার হুগলির মাফিয়া ডন খ্যাত হুব্বা শ্যামল-এর জীবনের ওপর নির্মিত হুব্বা সিনেমাটি ইতিমধ্যে ঢাকা এবং কলকাতায় দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। নিউইয়র্কের দর্শকদেরও মন জয় করবে হুব্বা। 
রাজ হামিদ জানান, এই সিমেনায় মোশাররফ করিম এর অভিনয় দুই বাংলায় ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে, অনেকে বলছেন এটা মোশাররফ করিম এর এখন অব্দি শ্রেষ্ঠ কাজ। ৯ ফেব্রুয়ারি শুক্রবার টরন্টোসহ কানাডার ৬টি শহরে মুক্তির অপেক্ষায় আছে হুব্বা।
উল্লেখ্য, হুব্বা সিমেনায় আরো অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, লোকনাথ দে, তানিশা ইসলাম। মিঊজিক করেছেন প্রাবুদ্ধ ব্যানার্জি। ক্যামেরায় ছিলেন সৌমিক হালদার এবং পরিচালনা/স্ক্রিপ্ট  লিখেছেন অভিনেতা ও পরিচালক ব্রাত্য বসু।
হুব্বা নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো, ম্যাসাচুসেটসের বস্টন, ভার্জিনিয়া, টেক্সাসের ডালাস, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ, জর্জিয়ার আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি শহরে মুুক্তি পেয়েছে বায়স্কোপ ফিল্মস-এর পরিবেশনায়।

কমেন্ট বক্স