চিত্রনায়ক জায়েদ খান। যতটা না জনপ্রিয় চলচিত্রের নায়ক হিসাবে, তার চেয়ে অধিক জনপ্রিয়তা পেয়েছেন তিনি সোস্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছেন ডিগবাজি দিয়ে। আলোচিত-সমালোচিত জায়েদ খান এখন দেশ-বিদেশের অনুষ্ঠানে অংশ নিয়ে বিনোদনের খোরাগ জোগাচ্ছেন। গত ৩০ জুন রোববার তিনি অংশ নিয়েছেন নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডের ২২তম আসরে। দর্শকেরা উপভোগ করেছেন তার মঞ্চের পরিবেশনা।
তবে গত বছর অনুষ্ঠিত ২১তম আসরের প্রেক্ষাপট ছিল একেবারেই ভিন্ন। মঞ্চে ওঠামাত্রই দর্শকেরা তাকে ‘ভূয়া’ বলে ধ্বনি তোলেন। একপ্রকার অপমাণিত হয়ে তিনি মঞ্চ ছাড়েন। এরপর গেল এক বছরে জায়েদ খান আরো জনপ্রিয়তা পেয়েছেন। তারই প্রতিফলন দেখা গেল ঢালিউডের ২২তম আসরে।
জায়েদ খান মঞ্চে আসার আগে অনুষ্ঠানের উপস্থাপিকা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দর্শকের অনুরোধ করেছিলেন- আমরা প্রবাসীরা সবাইকে সম্মান করতে পারি। জায়েদ খানও সেই সম্মান পাবেন। দর্শকেরা কথা রেখেছেন। এমনকী জায়েদ খানও তার পরিবেশনায় পরিপক্কতা এনেছেন। পরিবেশনার বাইরে কোনো কথা বলেননি। অনুষ্ঠানের পরিবেশন দেখে অনেকেই মন্তব্য করেছেন- জায়েদ খানকে মেনে নিয়েছেন প্রবাসীরা।