Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

‘রিভারটেল’-এ তারার মেলা 

‘রিভারটেল’-এ তারার মেলা 
ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসেন বাংলাদেশের এক ঝাঁক তারকা। এই তারকা শিল্পীদের নিয়ে একটি গেট টুগেদার অনুষ্ঠান ও প্রেস কনফারেন্স করার আয়োজন করে শোটাইম মিউজিক। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের হোস্ট ছিল রিভারটেল এবং স্পন্সর করে গোল্ডেন এজ। তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম আয়োজন করেন গেট টুগেদার অনুষ্ঠানের। ২৯ জুন শনিবার রাতে জ্যাকসন হাইটসে রিভারটেল অফিসে বসে তারকাদের মেলা। তারকাদের মধ্যে ছিলেন আহমেদ শরিফ, চঞ্চল চৌধুরী, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নীরব, লায়লা, দিনাত জাহান মুন্নি, কবির বকুল, মেহেরুন শরিফসহ একাধিক অভিনেতা, অভিনেত্রী ও শিল্পী। তাহসান বাফেলোতে একটি শো থাকার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি। আরও একাধিক শিল্পী ২৯ জুন ও ৩০ জুন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর কারণেও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজ, রানো নেওয়াজ, রিভারটেলের কর্ণধার রুহিন হোসেন, রিভারটেলের প্রেসিডেন্ট ও ঠিকানার সিইও মুশরাত শাহীন অনুভা, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। শিল্পীরা ছাড়াও কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় রাত নয়টার দিকে। পরিচালনা করেন আলমগীর খান আলম। উপস্থাপনা করেন দিনাজ জাহান মুন্নি। অনুষ্ঠানে আসা শিল্পীরা এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। তারা আলমগীর খান আলমের প্রতিও কৃতজ্ঞতা জানান। শিল্পীরা বলেন, ২২ বছর পূর্তি হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ডের। এ ধরনের একটি অনুষ্ঠান বছরের বছর ধরে রাখা এবং ধারাবাহিকভাবে করে যাওয়া অনেক ধৈর্যের ব্যাপার। এ জন্য তারা আলমগীর খান আলমকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আহমেদ শরিফ, চঞ্চল চৌধুরী, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নীরব, লায়লা, দিনাত জাহান মুন্নি, কবির বকুলসহ সবাই আলমকে ধন্যবান জানিয়ে তার পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা করেন। রিভারটেল ও গোল্ডেন এজ এ ধরনের আয়োজনে সহায়তা করায় শিল্পীরা তাদেরকেও ধন্যবাদ জানান। অভিনেতা আহমেদ শরিফ বলেন, আমি এ দেশে থাকলেও আমার দেশের প্রতি ভালোবাসার কারণেই ইংরেজিতে সব সময় কথা বলি না। আমি যখন কোনো সংস্থা কিংবা অথরিটির কাছে ফোন দিই অথবা সেবা নিতে যাই, তখন সেখানে বাংলায় একজন ইন্টারপ্রেটার চাই, যে আমার কথাগুলো বাংলায় ট্রান্সলেট করে বলবে। এটি ইচ্ছা করেই করি, কারণ আমি তাদেরকে আমার ভাষার গুরুত্ব বোঝাতে চাই। তিনি বলেন, আমরা ইংরেজিতে কথা বললেও বাংলাকে প্রাধান্য দেব। তিনি ঢালিউড অ্যাওয়ার্ডের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
ফোক গানের শিল্পী লায়লা অনুষ্ঠানে আসতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার ‘আমার মন ভালা না’ গানটির কয়েক লাইন গেয়ে শোনান। তার খালি গলায় গাওয়া গানটি দর্শকদের মুগ্ধ করে।

কমেন্ট বক্স