Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিকার

বিকার
জর্জেস মোহাম্মদ


নিশিগন্ধা ফুলের বাহার নিশিথীনি জানে,
নিষ্প্রভ মানবসমাজ সর্বনাশ আনে।
গন্তব্যহীন পথিক, সে তো পথিক নয়,
শুধু পথচলা মানব, জরা অতিশয়।

যে জ্ঞান ক্ষতির কারণ, প্রয়োগে বারণ,
নেই কোনো বাহাদুরি তায়, নেই আহামরি,
এ ধরা অতি মধুর, মানবই কারণ,
হাসি-কান্না সুখ-দুঃখে জীবন মধুকরী।

সৎপথে আয়-ব্যয় সজীব ঝরনা,
বেহিসাবি মানব সংসার জাতন।

অনভিজ্ঞ বণিক, বাণিজ্য করো না,
বাণিজ্য হবে না তায়, শুধু ক্ষণ যাপন।

যে তরুণ-তরুণী মোহে বাঁধে না সময়,
নেই কোনো তারুণ্য, শুধু মরু জীবন।
যে নদী ঘোলা নয়, সে তো নদী নয়,
সলিল শুধু মহা জলাশয়, মনোহরণ।

যে সাগরজল নোনা নয়, মিঠা,
সে তো মোহনা, অলস জাহাজে নোঙর,
রান্না খাওয়া কথার জলসা, সবই বৃথা।
ভুলে ভরা ডালা, আশার সাগর।

যে ফুল সুবাস ছড়ায় না, রূপের কারুকাজ,
ফুল বলে ভুল হবে, নতুন নামে ডাকো আজ।
নারী ও ফুলের মিল রূপ গুণ সুবাসে,
নারী ও ফুল সুন্দর, সবাই ভালোবাসে।

যে সখায় তুলনা খুঁজে বেড়ায়, সখাদের,
সখা সমতুল্য নাহি, সখা সমাজে।
জ্ঞান ও সুন্দর, অমূল্য সম্পদ মানবের,
জনম ও মরণ সেতুবন্ধ জীবনে।

কমেন্ট বক্স