সুজন দাশ
বইমেলা গেলে পাবে বইয়ের ঘ্রাণ,
বই দেয় জ্ঞান সবে জেগে ওঠে প্রাণ!
করো যদি তারে সাথি,
টুটে যাবে যত রাতি;
অন্তরে আলো পাবে বোধে হবে স্নান।
বইমেলা নয় মেলা জ্ঞানের হাট,
ভালো ভালো বই কিনো করো সুখে পাঠ!
অজানাকে জানা যাবে,
মলিনতা দূরে যাবে;
চেনা যাবে অচেনা যে যত পথঘাট।
মহৎ গ্রন্থ তুমি পাঠ করো যদি,
আলোর বন্যা হবে বয়ে যাবে নদী!
দীনতা নীচতা যাবে,
অন্তরে সুখ পাবে;
ঘুচে যাবে অজ্ঞতা মূর্খতা-গদি।
বই কিনে দেউলিয়া নয় কভু কেউ,
হৃদয়ের কোণে দেয় আলোকের ঢেউ!
বই কিনো পড়ো বই,
জ্ঞানেরই পাবে মই;
চলে যাবে যত কালো রাক্ষস ও দেও।
 
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
