মীর আনোয়ার হোসেন
মায়ের আদর কেমন ছিল, শুনবি দাদু তুই
তখন আমি ছোট্ট শিশু, মায়ের সাথে শুই
যখন তখন শি শি দিয়ে, ভিজিয়ে দিলে কাপড়
দেয়নি বকা যায়নি রেগে, দেয়নি কোনো থাপড়।
বদলে কাপড় মা জননী, শুকনা পিরান দিয়ে
অনেক অনেক আদর দিত, বুকের মাঝে নিয়ে
কিশোরবেলায় খেলতে গিয়ে, লাগলে কাদা গায়
নিজের হাতে ধুয়ে দিত, আমার প্রিয় মায়।
রাত্রে গায়ে জ্বর উঠলে, পানি দিত মাথায়
নিজের হাতে সাবান দিত, করলে বমি কাঁথায়
রাত্রি জেগে দেখত চেয়ে, জ্বর ছেড়েছে নাকি
রাত পোহাতে আজান দিতে, আর কতক্ষণ বাকি।
নিজের হাতে মা’র বানানো, কোফতা খেয়ে খেয়ে
স্বর্গে সুখে দিন কেটেছে, অমৃত স্বাদ পেয়ে
অনেক স্বাদের চিতই পিঠা, রসের পায়েস রাতে
রাত্রি জেগে মা জননী, রেঁধেছে নিজ হাতে।
ভুনা ভুনা মাংস খেতাম, চালের রুটির সাথে
থালার খাবার শেষ হতেই, আবার দিত পাতে
ভাপা পিঠার স্বাদটা কেমন, কেমন পিঠাপুলি
নগরবাসী গাঁয়ের মানুষ, সে স্বাদ গেছি ভুলি।
ইট-পাথরের এই শহরে, অনেক কিছুই আছে
তবু আমার মনটা ছোটে, গাঁয়ে মায়ের কাছে
মায়ের হাসি ভালোবাসা, কেমনে ভুলি ভাই
ইচ্ছা করে কিশোর হয়ে, মায়ের হাতে খাই।