নবী হোসেন নবীন
প্রেতাত্মার ভয়ে আত্মারা পালিয়ে বেড়ায়
তবু নিস্তার নাহি পায়।
যেখানে পায় সেখান হতে
ধরে এনে ঘাড় মটকায়।
প্রেতাত্মাকে পরাস্ত করার দুঃসাহস
দেখাতে পারে না কোনো আত্মা
কারণ প্রেতাত্মাকে যে নাচায়
তার নাম দুরাত্মা।
দুরাত্মার কাছে প্রেতাত্মাও শঙ্কিত অসহায়।