সুমন শাহনেওয়াজ
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
সকল লাজলজ্জা পেছনে ফেলে
শীতের স্নিগ্ধতায় তীব্রতা ভেঙে
ফিরে এসো তুমি আবারও
রাত্রি দ্বিপ্রহরে নগ্ন আহ্বানে
একটুখানি উষ্ণতার খোঁজে
উষ্ণ আবেগী আলিঙ্গনে।
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
আমি এখনো জেগে আছি
শিমুলের ঢালে বসা লক্ষ্মীপ্যাঁচা বেশে
তোমার উষ্ণ বুকের গহিনে।
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
তোমার উষ্ণ আবেগী চুম্বনের আহ্বানে
আমার ঠোঁটের চিলেকোঠায়।
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
খুলে ফেলো তোমার দেহের আবরণ
শুরু হোক
ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
আমি হিমালয় তুমি ভিসুভিয়াস আগ্নেয়গিরি
এসো মিলি তুমি আর আমি
ভালোবাসার উচ্ছ্বাস ছাপিয়ে
একাকী চুপিসারে নীরবে নিভৃতে
লোকচক্ষুর আড়ালে আবডালে।
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
হিমশীতল শিহরণ জাগানো
তোমার শরীরের কারুকাজে।
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
তোমার উত্তাল বুকের গহিনে
তোলপাড় করা স্পন্দনে।
ছুঁয়ে দাও এবার প্রিয়তমা
শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টিতে
এক ছাতার নিচে গা ঘেঁষেই দুজনে।