Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

কখনো...

কখনো...
আবু সেলিম রেজা

ঘুমে অচেতন; দুই কানে বাজেÑফিসফিস মৃদু ধ্বনি,
ধ্বনি সে তো নয়; বাজে যেন লাভা আগুনের সিম্ফনিÑ
অতলান্তের দূর তলদেশে; সুনামির কম্পনেÑ
যেন কেঁপে ওঠে; দুমড়ে-মুচড়ে সৃষ্টির স্পন্দনে।

সে ধ্বনির কোনো অর্থ নেই তো; কিছুটা উষ্ণ শ্বাস,
পালকের মতো মৃদু লঘু ছোঁয়া ঘুমঘোরে-ফেরা পাশ।
দেহমনে জাগে এটমের স্রোতÑআবিরের মাখামাখি,
মনে হয়-ভেঙে গড়ে তুলি শত; হিরোশিমা নাগাসাকি!

তারায় তারায় রটে যায় বাণীÑইথারের ঢেউ নাচে,
মহাজাগতিক উল্কাঝড়ের; তাণ্ডবে সন্ত্রাসেÑ
কত শত যুগ পার হয়ে যায়; যাচিত সর্বনাশে,
ঝড় থেমে যায়Ñকৃষ্ণা তিথির নবমীর চাঁদ হাসে!

অবসাদে-স্বেদে; সুখ-স্বস্তিতেÑচোখে ঢুলুঢুলু ঘুম,
ঘুমে যেতে শুনি; আলতো শব্দ-ঠোঁট থেকে ঝরা চুম।
 

কমেন্ট বক্স