আহম্মদ হোসেন বাবু
যৌবনের শুরুতেই হয়েছিল দেখা
লজ্জাবতী রূপবতী বসেছিল ঘরে
এত দিন পরে কেন এত মনে পড়ে!
লাল টিপে এলায়িত কেশে চিত্রলেখা
কিন্নরকণ্ঠী সুরবালা উদাসিনী একা
শাড়ির আঁচলে স্বপ্ন সমীরণে নড়ে
রূপমোহে পড়ে প্রেম তাজমহল গড়ে
ফের যদি হয় দেখা! বুকে বাজে কেকা।
বার্ড কুমিল্লা ও সমবায় একাডেমি
ডাক দিয়ে যায় আজ মিলনমেলার
তরুতলে বসে ফের গাঁথব মালিকা
তাড়াতাড়ি করো সবে নয় আলসেমি
শুভদৃষ্টি বিনিময় হোক না আবার
ময়নামতির ললাটে আঁকব জয়টিকা।