Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

বিএনপি নেতা এম এ কাইয়ুমকে দেশে ফেরত না পাঠাতে সম্মত মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ

বিএনপি নেতা এম এ কাইয়ুমকে দেশে ফেরত না পাঠাতে সম্মত মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ ছবি : সংগৃহীত
বাংলাদেশি রাজনীতিবিদ এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার আদালত। ওই নির্দেশের সঙ্গে একমত হয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগও। ৩১ জানুয়ারি (বুধবার) বিকেলে ইমিগ্রেশন বিভাগের আইনী প্রতিনিধি ডেপুটি পাবলিক প্রসিকিউটর নর আমালিনা ইসমাইলের দেয়া অঙ্গীকার রেকর্ড করেছে কুয়ালালামপুর হাইকোর্ট।

কাইয়ুমের আইনজীবী এডমান্ড বন ওই অঙ্গিকারের আবেদন জানিয়েছিলেন। এর আগে তিনি বিচারক কে মুনিয়ান্ডিকে জানান যে, গতরাতে কাইয়ুমের পরিবার তাকে ফেরত পাঠানোর আদেশ সম্পর্কে ইমিগ্রেশন বিভাগ থেকে একটি চিঠি পেয়েছে, যা গত ২৪শে জানুয়ারি লেখা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই নেতার বয়স ৬১ বছর।

তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর এই আদেশ গত ১৮ই জানুয়ারী হাইকোর্টের দেয়া একটি পূর্ববর্তী রায়কে লঙ্ঘন করে। ওই রায়ে ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে থাকা কাইয়ুমকে দেশে ফিরতে বাধ্য করার ওপর স্থগিতাদেশ দেয়া হয়। বন আরও বলেন, ইমিগ্রেশন বিভাগের এই আদেশ আদালত অবমাননার শামিল। আমরা উদ্বিগ্ন যে, আগামী ৫ই এপ্রিলের ওই শুনানির সময় তিনি এখানে থাকতে পারবেন কিনা। আমার সহকর্মী আজ সিমেনিহ গিয়েছিলেন। কাইয়ুম এখনও সেখানে আছেন।

এরপরই তিনি আদালতের কাছে আবেদন করেন যে, হয় ইমিগ্রেশন বিভাগকে কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ প্রত্যাহার করতে হবে নয়ত কর্তৃপক্ষকে এই আদেশ কার্যকরি না করার অঙ্গিকার করতে হবে।

তিনি বলেন, আদালতের কার্যক্রমের বিশুদ্ধতা রক্ষার জন্য এটি আমার বিনীত অনুরোধ।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স