Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বাংলাদেশকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রস্তাব

বাংলাদেশকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রস্তাব ছবি : সংগৃহীত
বিশ্বব্যাপী চলমান ডলার সংকটের মধ্যে বাংলাদেশকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি। পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদুত ইয়াও ওয়েন।

৩০ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন চীনা রাষ্ট্রদূত। তার কাছে জানতে চাওয়া হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের অনুকূলে চীনা ঋণের ছাড় কম কেন?

জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, আপনি জানেন (ডলার সংকট) এখন সারাবিশ্বে সমস্যা বিস্তার করছে। যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মানিটরি পলিসির কারণে সারা বিশ্বেই ডলারের রেট উঠানামা করছে। এর ফলে ডলারে লেনদেনে অনেক দেশের সমস্যা হচ্ছে। চীনও একই সমস্যার মুখোমুখি হয়েছে।এমন পরিস্থিতিতে চীনা মুদ্রায় লেনদেন একটা সমাধানের পথ হতে পারে। তাই চীন বাংলাদেশের সঙ্গে নিজস্ব মুদ্রায় (আরএমবি) কাজ (লেনদেন) করতে চায়। আমরা ইতোমধ্যেই সরকারকে আমাদের নিজস্ব মুদ্রায় (লেনদেনে) যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বাংলাদেশের অনুকূলে ৩৬ কোটি ১৭ লাখ ডলার ঋণ ছাড় করেছে চীন। কিন্তু এর আগের পুরো ২০২২-২৩ অর্থবছরে ১১২ কোটি ৬৮ লাখ ডলার ঋণ ছাড় করেছিল দেশটি।

এদিকে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স