Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

অল্প কিছু রোদ

অল্প কিছু রোদ

রবি রায়হান :

অল্প কিছু রোদ বেঁচেছে অল্প কিছু আলো
পৃথিবীজোড়া অন্ধকারে মন ভরেছে কালো
ভালোবাসা হারিয়ে গেছে বুকের মাঝে ফাঁকা
দুনিয়াটা ঘুরছে পিছে যার পকেটে টাকা।

অহরহ খাচ্ছে মানুষ অবৈধ ঘুষের বিরিয়ানি!
দুর্নীতি ও অর্থপাচার করছে শুনি জ্ঞানী!!
দেশের কথা ভাবছে কে? কেউ কি জানি?
অন্তরে যার দেশভক্তি এমন মানুষ খানি।

পথ পাশে দাঁড়িয়ে আছি আসবে জ্বেলে আলো
সেই প্রতীক্ষায় সারা বেলা সন্ধ্যাটাও গেল ॥


কমেন্ট বক্স