শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্কের ২৭তম বার্ষিক পুনর্মিলনী এবং আনন্দ মেলা গত ২৮ মে রোববার নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূইয়া এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সাংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা রিপন এবং সাধারণ সম্পদাক মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নিউইয়র্কের স্বনামধন্য ব্যক্তি নিউইয়র্কে ট্যাক্সি ওয়ার্কার অ্যালাইন্সের কর্ণধার মিস ভৈরবি দেশাই। এছাড়াওও বক্তব্য রাখেন বাংলাদেশ কনসাল জেনারেলের ডিপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যার্টনি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান ইলেকশন কমিশনার ও ট্রাস্ট বোর্ডের সদস্য জামাল আহম্মেদ জনি এবং ট্রাস্ট বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, শাপলা ওয়েলফেয়ারে প্রধান উপদেষ্টা গৌছ উদ্দিন খান, সাবেক সভাপতি নুরুল হাসান, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক আমনিুল ইসলাম চৌধুরী, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ মামুন মিয়াজী, ট্যাক্সি ওয়ার্কার অ্যালাইন্সের সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, শাপলার আহ্বায়ক সাধারণ আহ্বায়ক মাহবুব হোসেন বিপ্লব, সদস্য সচিব মো. আলমগীর হোসেন, উপ কমিটির সদস্য মোফাজ্জল হোসেন ভূইয়া, একেএম কামাল উদ্দিন খান, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মো. নওশেদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. সাদী মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. এফ উদ্দিন রাজিব, সহ সাধারণ সম্পাদক মো. এস আলী, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, সহ অর্থ সম্পাদক মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রহিম চৌধুরী, কুমিল্লা সমিতির সভাপতি বদরুল হক আজাদ এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সাধারণ সম্পাদক মো. এ সিদ্দিক পাটয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক সোহেল গাজী, গাজীপুর জেলা সোসাইটির সাধারণ সম্পাদক মোমেন সরকার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিয়াজী, কুমিল্লা সমিতির সহ সভাপতি মো. জসিম উদ্দিন এবং সাইফুল আমিন, সাতক্ষীরা জেলা সোসাইটর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন গ্রাফিক ডিজাইনের কর্ণধার মনিরুল ইসলাম, গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরের কর্ণধার মো. শামসুউদ্দিন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক মো. আবু তাহের, কার্যনির্বাহী সদস্য আবদুর রহিম ভূইয়া ও আহাদ ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করে শুনান নাবিল তালুকদার এবং গিতা পাঠ করেন বিমল চন্দ্র বর্মণ। আলোচনা সভার পর্বে বাংলাদেশ এবং আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নিস্বার্থভাবে ট্র্যাক্সি ইন্ডাস্ট্রিতে পাশে দাঁড়িয়ে এবং তাদের দাবি-দাওয়া আদায়ে সিটির সম্মুখে লড়াই অবদান রাখার জন্য ভৈরবী দেশাইকে প্রক্লেমেশন প্রদান করা হয়।
শাপলা পরিবারের মধ্যে কৃত ছাত্রী এক্সট্রা অর্ডিনারি কাজের জন্য অনারেবল মেয়র সার্টিফিকেট প্রদান করে। সেই লক্ষ্যে সংগঠন মিস আফনান ফাইজাকে অ্যাপ্রোসিয়েশান সার্টিফিকেট প্রদান করেন। নিস্বার্থভাবে বিভিন্ন ইভেন্টে পাশে থেকে সহযোগিতা করেছেন তাদেরকে অ্যাপ্রোসিয়েশান সম্মাননা প্রদান করা হয়। তারমধ্যে অ্যাটর্নি মঈন চৌধুরী এবং যুক্তরাষ্ট্র ওয়েল মেডালিয়ান সেলার ইনক। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব, শশী ও মনির জামান। তাদের গানের সুরে আর লাইভ মিউজিশিয়ানের তালে তালে মেতে ওঠে পুরো গুলশান টেরেস হল। পরিশেষে নৈশভোজে সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ২৭ বছর পূর্তির আমেজ।