নুশরাত রুমু
মেঘের ভেলায় ভেসে গিয়ে
খুশির পাহাড় পাড়ি দিয়ে
পান করব ঢের অমিয় সুধা,
অনন্ত সুখ গায়ে এঁকে
ফুলের পরাগ হাতে মেখে
আয়না দেখে যায় না চোখের ক্ষুধা।
নিত্য কিসের চিন্তা আনে
থমকে সময় বর্তমানে
ঝরে বুকে বেদনারই শ্রাবণ,
বিচিত্র সব কারুকলায়
ঠেকিয়ে দেব বিশালতায়
আসুক যত দুঃস্বপ্নের প্লাবন।
তপ্ত হৃদয় দূর নীলিমায়
মিশে থাকে কী মমতায়
বাঁচার মতো বেঁচে আছি সাথি,
মিষ্টি গানে সুর মিলিয়ে
সবার মাঝে যাই বিলিয়ে
অকাতরে জোনাকিদের বাতি।