খ্রীষ্টফার পিউরীফিকেশন
কী সাংঘাতিক সময়ে বিচরণ করছি
এখন আমি! সেই কখন থেকে
বিচ্ছিন্ন হয়ে আছি আমার নিজের
সমূহ জগৎ থেকে!
প্রবেশাধিকার পাচ্ছি না কিছুতেই!
দরজার বাইরে দাঁড়িয়ে সেই কখন থেকে।
কতবার যে চেষ্টা করেছি সকলের কাছে
আমাকে পৌঁছাতে। নাহ্।
সমস্ত প্রচেষ্টাই আমার ব্যর্থতায় পর্যবসিত।
কার্যত আমি ছিটকে পড়ে আছি
নির্বাসিত হয়ে রয়েছি নির্জন এক দ্বীপান্তরে।
এখানে নেই আন্তর্জালিক সুবিধার
একেবারেই অন্ধকারে আবদ্ধ হয়ে আছি।
একঘরে হয়ে আছি প্রিয়জনদের ছেড়ে
একেবারেই শ্বাসরুদ্ধকর শূন্যতায়।
হা আমার নিয়তি! আমার কি সহসাই
মুক্তি মিলবে এই দৈন্যাবস্থা থেকে?
আমি কি প্রায়শ্চিত্তের অনলে দগ্ধ হয়েই
শেষ করে দেব আমার জীবনের বাকি সময়?
আমি আবার ফিরে পেতে চাই আমার অন্তর্জাল।
আমি ফিরে যেতে চাই আমার সেই সময়ে।
আর নয়। আমার সময় ফুরিয়ে যাবার আগেই
স্বজনদের সঙ্গে সংযোগ করতে চাই নিজেকে।