Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু

বরগুনায় চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনায় চেয়ারম্যান গ্রেপ্তার ছবি সংগৃহীত
ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় করা মামলায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ডৌয়াতলার সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে তাকে বামনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।

এর আগে শনিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বামনা থানার ওসি তুষার কান্তি মন্ডল জানান, শনিবার রাতে মিজানুর রহমানকে বামনা থানায় হস্তান্তর করে র‌্যাব।

মামলা সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি দুপুরে প্রসববেদনা উঠলে প্রসূতি মেঘনা আক্তারকে বামনার ডৌয়াতলা বাজার এলাকার সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার তিন ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতি মেঘনা ও নবজাতকের মৃত্যু হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স