Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব ছবি সংগৃহীত


চোখের সমস্যা বেশ ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। বিশ্বকাপ থেকেই যা নিয়ে ভুগছেন তিনি। তাই চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন আগামীকাল রোববার (২১ জানুয়ারি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আগামীকালই সাকিব সিঙ্গাপুর যাচ্ছে।’

বিপিএলের বাকি ম্যাচগুলোতে সাকিবকে পাওয়া যাবে কি না জানতে চাইলে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেছেন, ‘বিপিএলে খেলা নির্ভর করছে চিকিৎসক কী বলে তার ওপর। চিকিৎসকের পরামর্শমতোই তাকে চলতে হবে। এখনই বলা যাবে না, সাকিবকে বিপিএল মিস করবে।’

শনিবার (২০ জানুয়ারি) বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। বল হাতে নৈপুণ্য ছড়ালেও ব্যাট হাতে ৫ রানের বেশি করতে পারেননি। ম্যাচ শেষে তাই দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছে সাকিবের চোখের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়।

এ সময় সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এটা নিয়ে চিকিৎসকদের সঙ্গে তার কথা হচ্ছে। কারণ অনেক দিন ধরেই এই সমস্যাটা ভোগাচ্ছে ওনাকে। তবে তার বর্তমান অবস্থা কী, সেটা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।’

টুর্নামেন্ট শুরুর আগে সাকিব যুক্তরাজ্যে চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন। তখনো চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স