বয়স ৪০ ছুঁই ছুঁই। এই বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ভক্তদের চাওয়ার মতো তেমন কিছু নেই। দিনে দিনে নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলছেন। তবু, নামটা রোনালদো বলেই এখনও নিভে যাননি। ৪০ বছর বয়সে এসেও গড়লেন ইতিহাস। তাতে জিতল পর্তুগালও।
উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে আজ ৬ সেপ্টেম্বর (শুক্রবার) দিনগত রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। ঘরের মাঠ লিসবনের স্তাদিও দে লুইজে ক্রোয়াটদের ২-১ গোলে হারায় রোনালদোর পর্তুগাল।
ম্যাচে সবার চোখ ছিল রোনালদোর ওপর। ৯০০ তম ক্যারিয়ার গোলের মাইলফলক থেকে এক গোল দূরে ছিলেন তিনি। ৩৪ তম মিনিটে সেটি স্পর্শ করেন সি আর সেভেন। বাম প্রান্ত থেকে নুনো মেন্ডিসের পাঠানো ক্ষিপ্র গতির বল এক শটে জালে জড়ান তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে একবিংশ শতাব্দীতে ৯০০ গোল করা প্রথম ও একমাত্র ফুটবলার এখন রোনালদো।
পর্তুগিজ অধিনায়কের করা গোলটি ছিল ম্যাচে দলের দ্বিতীয় গোল। এর আগে সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নিয়েছিলেন দিয়োগো দালোত। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে পর্তুগালকে লিড এনে দেন এই ডিফেন্ডার। প্রথমার্ধে আরও একটি গোল করেন দালোত। এবার তা দলের বিপক্ষে।
ম্যাচের ৪১ তম মিনিটে নিজেদের জালে বল জড়ান দালোত। আত্মঘাতী গোলে ক্রোয়েশিয়া পায় ব্যবধান কমানোর সুযোগ। এরপর অবশ্য ক্রোয়াটরা নিজেরা কোনো গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই নেশন্স লিগে শুভসূচনা করে পর্তুগাল। রোনালদোর ইতিহাস গড়ার রাতকে জয় দিয়েই স্মরণীয় করে রাখে তার দেশ।
ঠিকানা/এসআর