Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
বিপিএল

সাকিবদের রংপুরকে হারাল তামিমের বরিশাল

সাকিবদের রংপুরকে হারাল তামিমের বরিশাল ছবি সংগৃহীত


গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন তামিম ইকবাল। এরপর প্রায় সাড়ে তিন মাস ছিলেন মাঠের বাইরে। অবশেষে বিপিএল দিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। আর রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেই ফরচুন বরিশালকে ৫ উইকেটের জয় উপহার দিয়েছেন ড্যাশিং এই ওপেনার।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের তৃতীয় ম্যাচে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৪ রান করে রংপুর রাইডার্স। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

কিন্তু ম্যাচ জিতেও কিছুটা আক্ষেপে পুড়েছেন বরিশালের অধিনায়ক তামিম। বিশেষ করে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তার দলকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। এ ছাড়া নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে দ্রুত জেতা সম্ভব হয়নি তাদের। তামিমের বিশ্বাস, বলে বলে রান নিলেও এর আগেই ম্যাচ জেতা সম্ভব ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম, তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম। একই বিষয় মিরাজও… মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করছিল, ওই মুহূর্তে ওই শটের দরকার ছিল না। এগুলোর কারণেই খেলা লম্বা হয়েছে, তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’

এদিন ব্যাট হাতে ইনিংসের প্রথম ওভারেই আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে তিনটি চার মেরে শুরু করেছিলেন তামিম। এরপর শেখ মাহেদী ও হাসান মাহমুদকে ব্যাকফুট পাঞ্চ করে দুটি চার আদায় করে নেন তিনি। মোহাম্মদ নবীর বল এগিয়ে এসে হাওয়ায় ভাসিয়ে বল পাঠান সীমানার বাইরে। অবশ্য ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫ রান করে আফগান স্পিনার মোহাম্মদ নবীর বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন বরিশালের অধিনায়ক।

লম্বা সময় পর ক্রিজে ফিরে ৩২ মিনিটে যেটুকু সময় কাটিয়েছেন, তাতে খুশি তামিম। তবে পুরো টুর্নামেন্ট কেমন খেলেন, সেটা দেখার অপেক্ষায় তিনি, ‘এটা খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। কারণ, তিন-সাড়ে তিন মাস পর কম্পিটিটিভ ক্রিকেট খেলা। এর মাঝখানে সত্যি কথা বলতে আমি দুই-আড়াই মাস কোনো ট্রেনিংই করিনি। শেষ দুই সপ্তাহ যা করা… যতই ম্যাচ খেলেন না কেন, নার্ভ তো থাকবেই। তবে আমার কাছে মনে হয় অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যে শুরুটা প্রয়োজন ছিল, সেটা হয়েছে।’

প্রত্যাবর্তনে এমন পারফরম্যান্সের পরও তামিম পা মাটিতেই রাখছেন। তিনি মনে করেন, এই এক ইনিংসই এবারের বিপিএলে পারফরম্যান্স কেমন হবে, তা বলে দেবে না। তাই সময় নিয়ে এগোতে চান তামিম, ‘দ্রুত বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি, পিকেএসপিতে যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি, সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তার পরও নার্ভ তো থাকেই, তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন, সেটা তখন একটু কমে আসে।’

সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে তামিম বলেন, ‘ভালো তো অবশ্যই লাগবে, তবে পুরো টুর্নামেন্ট কেমন খেলব, সেটা তো এই ইনিংস ডিফাইন করবে না। ডিফাইন করবে যখন অন্য ধরনের চ্যালেঞ্জ আসবে তখন আমি কীভাবে সামলাই। তবে এটা ভালো শুরু, আমি খুশি।’

ম্যাচে সাকিবের সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তামিমের স্রেফ জবাব, ‘না’। এখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নটিও ছিল সাকিব-তামিম সম্পর্ক নিয়ে। এবার খেপে যান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম।

পাল্টা উত্তরে তামিম জানান, যদি প্রশ্ন থাকে সাকিবকে জিজ্ঞেস করেন, ‘আমি মনে করি, এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার গুঁতান? ওরে (সাকিব) জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স