Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

‘নিউইয়র্কে সমর্থন বেড়েছে ট্রাম্পের’

‘নিউইয়র্কে সমর্থন বেড়েছে ট্রাম্পের’
নিউইয়র্ক রিপাবলিকানদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বেড়েছে। সর্বশেষ অনুমানমূলক জিওপি প্রাথমিক জরিপে এই সমর্থন দুই মাস আগের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। সিয়েনা কলেজ রিসার্চ  ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, নিউইয়র্ক রিপাবলিকানদের ৬০ শতাংশ ট্রাম্পকে জিওপি মনোনীত করতে চান, ৩২ শতাংশ অন্য কোনো প্রার্থী চান। তবে ৮ শতাংশ কোনো মতামত দেননি। গত মার্চ মাসে অনুরূপ জরিপে ৫২ শতাংশ রিপাবলিকান ভোটার ট্রাম্পের পক্ষে মত দিয়েছিলেন। ওই সময় ৪৫ শতাংশ অন্য কাউকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন।
ট্রাম্পের বিকল্প পছন্দ করা ব্যক্তিদের ২৮ শতাংশ ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে (আর) সমর্থন করেন। এছাড়া ১৪ শতাংশ প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে, ৮ শতাংশ জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে এবং ৬ শতাংশ সাবেক প্রতিনিধি লিজ চেনিকে (আর-ওয়াইমিং) সমর্থন করেছেন। সিয়েনা কলেজের পোলস্টার স্টিভ গ্রিনবার্গ এক বিজ্ঞপ্তিতে জানান, ‘নিউইয়র্কের প্রেসিডেন্ট প্রাইমারির প্রায় এক বছর ধরে যেসব রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করছেন (৬৭-২৭%) তারা প্রায় সবাই সাবেক প্রেসিডেন্টের পক্ষেই আছেন। শুধুমাত্র স্ব-ঘোষিত মধ্যপন্থী রিপাবলিকানদের মধ্যেই “অন্যরা” ট্রাম্পকে পরাজিত করে।’
জরিপে দেখা যায়, ট্রাম্প রাজ্য এবং ফেডারেল উভয় স্তরেই রিপাবলিকান মনোনয়নের জন্য তার সম্ভাব্য ও বর্তমান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় লিড বজায় রেখেছেন। 
গত সপ্তাহে প্রকাশিত একটি জরিপেও কেনটাকি রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে ৫৬-পয়েন্ট লিড দেখানো হয়েছে। এর আগের সপ্তাহের একটি জরিপে তিনি তার পরবর্তী সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডিসান্টিসের চেয়ে জাতীয়ভাবে ৪১ পয়েন্টে এগিয়ে ছিলেন।
ডিস্যান্টিস ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে তাকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় নামানোর কাছাকাছি বলে জানা গেছে। রিপাবলিকানরা ট্রাম্পকে ব্যাপক হারে সমর্থন করলেও সামগ্রিকভাবে উত্তরদাতাদের ৩০ শতাংশ তার পক্ষে আছে বলে দেখা গেছে। মূলত ৮৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৬২ শতাংশ স্বতন্ত্র ভোটার তার বিপক্ষে রয়েছেন।
৭-১১ মে পর্যন্ত নিউইয়র্কের ৮১০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে সিয়েনা জরিপ পরিচালিত হয়।

কমেন্ট বক্স