মিজানুর রহমান মিজান
সেই কিশোরবেলায়
দেখা হয়েছিল তোমাতে আমায়,
চোখের পলকে পলকে
আমি দেখতাম শুধুই তোমাকে।
তোলপাড় হতো হৃদয়
দেখাবার ছিল না উপায়
ও মনে ছিল না মায়া
ছিলে যে নিষ্ঠুরতায়।
আজ অনেক দিন পর
খুব জানতে ইচ্ছে করে,
কেমন আছ তুমি
কোথায় আছ,
কোন সে দূরের গাঁয়?
দেখেছিলাম একদিন তোমায়
আলতারাঙা পায়।
আরও কত প্রশ্ন
মনের মাঝে ভাসে
দুই বেণি কি বাঁধো আজও
তোমার মেঘলা কালো কেশে।
একা একা ক্ষণে ক্ষণে
ভাবছি যে আজ আপন মনে।
আজ বারে বারে
যাই যে ফিরে,
কিশোরবেলার সেই বেলাতে
পারি না যা আজও ভুলতে।