মনজুর কাদের
আমাদের বাড়ি এসো
সকালে ও বিকেলে
আগেভাগে বলে দিয়ো
খুশি হবে কী খেলে
দই দিয়ে চিড়া হবে?
ক্ষীর ননি ঘি ছানায়?
বলে দিয়ো শুতে চাও
কী রকম বিছানায়
সংকটে মমতায়
প্রীতি স্নেহ ধারাতে
লোকে লোকে ভাব খুব আমাদের পাড়াতে
এ গাঁয়ের সকলেই
ও গাঁয়ের অতিথি
জাতে পাতে খুঁজে পাবে সম্প্রীতি প্রতীতি
ঝেড়ে ফেলে হাসিমুখে
ছোটখাটো খুঁত সব
এ পাড়ার পার্বণে
ও পাড়ার উৎসব
খোকাখুকু রোজ আসে এ পাড়ায় খেলতে
এরা যায় ও পাড়ায়
নিশ্বাস ফেলতে
ভাগাভাগি করে নেয়
সুখ দুখ কান্না
ও পাড়ায় রোজ যায়
এ পাড়ার রান্না
ভেদাভেদ নেই কোনো
সাহা আর মির্জায়
পাশাপাশি উপাসনা
মসজিদ ও গির্জায়
মাছ গোশ আনাজের
খুব বেশি দাম নেই
সরকারি কাজ চলে
সকলের সামনেই
জুলুমের আঁচড়ও তো
পড়ছে না কারো গায়
বন্ধুর মতো থাকে
পুলিশ আর দারোগায়
কারো কোনো মন নেই
ঝগড়া ও বিবাদে
সরকার সব কাজ
করে দেয় ফি বাদে
গোলাভরা ধান চাল
ঘরে ঘরে চাষিদের
মমতায় খাঁদ নেই
ফুফু খালা মাসিদের
বিবাদ আর হানাহানি
ওইসব কিছু নেই
প্রতিদিন শিস দেওয়া
পাখিদের পিছু নেই