Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

তোমার কফিনে আমার রক্তজল

তোমার কফিনে আমার রক্তজল
তুহীন বিশ্বাস

অবশেষে যেতেই হলো তোমাকে-
সময়ের পেরেকে বিদ্ধ শরীর;
ত্রিশূল বেয়ে অনবরত রক্ত ঝরে,
সাদা কফিনে আবৃত ফ্যাকাশে তুমি।

আমি কাঁদলাম...
চোখের রক্তজল ছিটকে পড়ে কফিনে।

কমেন্ট বক্স