নাসরীন জামান
খাঁচায় বন্দী রাখায় যে আজ
উড়তে গেছি ভুলে
উড়ব না আর খাঁচার দুয়ার
যতই রাখো খুলে।
আমার আকাশ আমার মতোই
বন্দী তোমার হাতে
তাই তো এ মন ওড়ার স্বপন
দেখে না আর প্রাতে।
আবার যদি পাই ফিরে সেই
উড়াল ডানার গতি
উড়ব আমি শেষ বেলাতেও
দেখতে আপন জ্যোতি।
তোমার খাঁচা থাকবে তখন
তোমায় শূন্য করে
এই আমিটার সেই পাখিটা
যাবেই যেদিন উড়ে।