মাদারীপুরে অতিরিক্ত দামে গরুর মাংস ও মুরগি বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জানা গেছে, অভিযোগের ভিত্তিতে শহরের ইটেরপুল বাজারের দুটি মুরগির ও দুটি গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চার হাজার এবং একই অপরাধে দুই গরুর মাংস বিক্রেতাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জনান, অভিযানের পাশাপাশি আসন্ন রমজান মাস উপলক্ষে বিক্রেতা ও ভোক্তাদের সতর্ক করাসহ বিভিন্ন দিকনির্দেশনা দিতে মাইকিংও করা হচ্ছে।