বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্ষমতা আরও বাড়ল। বিদ্যুৎ বিভাগের পর এবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বিপুকে। সোমবার (১৫ জানুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস, ১৯৯৬–এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে দপ্তর পুনর্বণ্টন করা হয়। নির্বাচনের চার দিন পর ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর চার দিন পর ১৫ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো তাকে।
এক দশক ধরে নসরুল হামিদ এই দায়িত্ব পালন করছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সব সময় প্রধানমন্ত্রীর অধীনে রাখা হয়। ফলে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দেওয়া হয়।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


