রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান। তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তবে পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন সহযোদ্ধারা।
ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। আরমান তার বাবা-মায়ের সঙ্গে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


