Thikana News
০১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

গোল করেই বাবার মতো উদ্‌যাপন রোনালদো জুনিয়রের

গোল করেই বাবার মতো উদ্‌যাপন রোনালদো জুনিয়রের
প্রায় দুই যুগের ফুটবল ক্যারিয়ারে একটা উদ্‌যাপনকে আইকনিক বানিয়ে ফেলেছেন আল নাসরের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার সিগনেচার উদ্‌যাপনের নাম ‘সিউ’। গোল করেই দৌড়ে গিয়ে এক লাফ, মাটিতে নামার সময় হাত নিচের দিকে প্রসারিত। আল নাসরের অনূর্ধ্ব দলের হয়ে ঠিক এভাবেই উদ্‌যাপন করেছে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র।

ইএসপিএন ফুটবল একটি ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে দেখা যায় পেনাল্টি থেকে গোল করার পর বাবার মতো উদ্‌যাপন করছে ক্রিস্টিয়ানো জুনিয়র। গায়ে ছিল বাবার মতো সাত নম্বর জার্সি। পেনাল্টি শট নিতে এগিয়ে যাওয়ার দৃশ্যটাও হুবহু পিতার মতোই। এরপর বাম প্রান্তে বল পাঠিয়ে দেওয়া। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল আর পায়নি।

এরপর জুনিয়রের ভোঁ-দৌড়। দৌড়ে গিয়ে চিরচেনা উদ্‌যাপন। পরে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি।

বাবার মতোই গোলমেশিন ১৪ বছরের ক্রিস্টিয়ানো জুনিয়র। সে এর আগে য়্যুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভুরিভুরি গোল করেছে। তার বাবা যখন সৌদি আরবে পাড়ি জমান, তখন জুনিয়রও আল নাসরের সঙ্গে চুক্তি করে ফেলে।

আল নাসরের অনূর্ধ্ব-১৩ দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয় রোনালদোর ছেলের। অনূর্ধ্ব-১৩ দলের সঙ্গে চুক্তি করলেও সে প্রায়ই তার চেয়ে বেশি বয়সীদের সঙ্গে খেলে।

ঠিকানা/এসআর 


কমেন্ট বক্স