Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত বুলবুল ছবি : সংগৃহীত





 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। আজ ৬ অক্টোবর (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে প্রার্থী হন বুলবুল। সেখানে অন্যকোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটেই সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে বিসিবি পরিচালক পদে কারা নির্বাচিত হয়েছেন, সন্ধ্যা ৬টায় তাদের নাম প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। একনজরে তাদের নাম:

পরিচালক পদ (ক্যাটাগরি-১) নির্বাচিত হয়েছেন :
  • আমিনুল ইসলাম বুলবুল
  • নাজমুল আবেদিন
  • আহমেদ ইকবাল চৌধুরী
  • আসিফ আকবর
  • আবদুর রাজ্জাক
  • জুলফিকার আলী খান
  • মুখলেসুর রহমান
  • হাসানুজ্জামান
  • রাহাত সামস
  • শাখাওয়াত হোসেন
পরিচালক পদ (ক্যাটাগরি-২) নির্বাচিত হয়েছেন :
  • ইশতিয়াক সাদেক
  • আদনান রহমান দীপন
  • ফায়াজুর রহমান
  • আবুল বাশার
  • আমজাদ হোসেন
  • শানিয়ান তানিম নাভিন
  • মোখছেদুল কামাল
  • এম নাজমুল ইসলাম
  • ফারুক আহমেদ
  • মনজুর আলম
  • মেহরাব আলম চৌধুরী
  • ইফতেখার রহমান মিঠু
পরিচালক পদ (ক্যাটাগরি-৩) নির্বাচিত হয়েছেন

খালেদ মাসুদ পাইলট

এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন

এম ইসফাক আহসান
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স