আশরাফ হাসান
তন্দ্রাচ্ছন্ন কারা রোমিও-জুলিয়েটের দেশে?
‘প্যারাডাইস লস্ট’ এর মতো
মদের বোতল হারিয়ে যাওয়ার ভয়ে
ধুতির আঁচল ধরে শপথ নেয় সেমিটিক প্রিন্স।
রক্তরাঙা রাজপথগুলো একাকার হয়
ঝিলামের জলে
নীলনদ কিংবা ভূমধ্যসাগরের পাহাড়ি ঢেউয়ে।
আমি একটি নীল খাম হাতে নিয়ে
দৌড়ে যাই আরাকান রাজসভায়
ঈশা খাঁর সোনারগাঁয়ে
কিংবা তাজমহলের চা-বারান্দায়।
সাদা ঘরের রহস্য জানে না কেউ
হলিউড নায়িকার মতো বেহায়াবৃত
তর্জনী ঘুরতে থাকে পৃথিবীর নাক বরাবর,
নাইট ক্লাব জেগে ওঠে সাকির সুরানৃত্যে।
কবি ফেরদৌসীর মতো
শাহনামার হৃদয় থেকে ঝরে যায়
ভালোবাসার অমৃত পঙ্্ক্তিমালা।
অ্যারোপ্ল্যান ক্রাশের ন্যায় ছিটকে পড়ে মানবতা,
অথচ ঢেকুরতোলা পারফিউমের গন্ধ গায়ে মেখে
এক পাশে রক্তনদী রেখে
ঘুমের প্রহসনে কারা যায় জুলিয়েটের দেশে!