Thikana News
০৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

অসমাপ্ত একটি গল্প

অসমাপ্ত একটি গল্প
নন্দিনী মুস্তাফী

একটা অসমাপ্ত জীবন নিয়ে
চলে যেতে চাই, দূর থেকে বহুদূরে,
কেউ জানুক বা না জানুক!
কী যায় আসে তাতে?
সবকিছুর নিয়ম ভেঙে;-
কিছু অলিখিত গল্পের ধারার হিসেব,
তুলে রেখে ভুল কাঠের সনাতনী বাক্সে
না হয় এক বিষণ্ন মেঘ বিকেলে!
নিমীলিত ভেজা নয়নযুগল
মিলিত হবে কয়েক যুগের অপেক্ষাতে!

পুরোনো পাতায় গন্ধের ভেতর যে গল্পখানি!
থাকে না কোনো রঙিন বিকেলের হাতছানি।
সবাই যখন ফানুস উৎসবে মাতায় আকাশ!
আমি না হয় গুটিয়ে আনি চিলেকোঠায়
তিন গরাদের শিকের ভেতর বিন্দু আলো।

সব গল্পের শেষ থাকে না,
হাজার মনের মানস চোখে
সাজায় সবাই যেমন তেমন,
আমিও এমন গল্প হব-
যেমন তেমন ইচ্ছেমতন।
ছকের পাতায় প্লটের ধারায়
কাঁদাবে কেউ ঘুমের ঘোরে,
ছেড়ে যাবে তেপান্তরে,
আসব না আর ফিরে কভু।

অসমাপ্ত গল্পগুলো বুকের ভেতর মৃত হয়ে,
মিইয়ে আছে জমাটবাঁধা বরফ যেমন।
সবাই যখন স্বপ্ন সাজায় জীবনজুড়ে,
আমি তখন স্বপ্ন ভাঙি অনিমেষে।

এক অমীমাংসিত গল্প আমি!
শূন্যে উড়ি নাটাইবিহীন ঘুড়ি হয়ে,
সন্ধ্যাপ্রদীপ জ্বলে ওঠে আবছা আলোয় পর্ণকুটির ছাউনি ভেদে কুয়াশাতে।
আমার কুটির ছ’হাত দেয়াল
লেপ্টে আছে শেওলা ঘ্রাণে,
কেমন যেন কষ্টগুলো জাপটে ধরে।
নিবিড় করে থাকি না হয় এমন করেই
অমীমাংসিত এক কাব্য হয়ে স্বপ্নলোকে।

কমেন্ট বক্স