সৈয়দ মামুনুর রশীদ
পথ ছেড়ে দাঁড়াও বলছি, নিরীহ ভেবো না,
একা দেখছ বলে আমি কিন্তু একা নই,
আমার পেছনে লক্ষ মানুষের মিছিল আছে।
পূর্বপুরুষের ভিটেমাটি আমার জন্মভূমিতে পা রাখব,
কে তোমরা আমার পথের অন্তরায়?
জেরুজালেমের একটি হাসপাতালে জন্মেছিলাম,
মা-বাবার একমাত্র সন্তান
পিতৃগৃহে দুদিনের বেশি থাকতে পারিনি,
ইসরাইলি বোমা বিস্ফোরণে অভিভাবকহীন হতে হলো,
বধ্যভূমিতে অচেনা পথচারীর কুড়িয়ে পাওয়া
সেই শিশুটি আমি পঞ্চাশ বছর পর দেখতে এসেছি
আমার প্রিয় জন্মভূমির পৈতৃক ভিটেমাটি!
উত্তরাধিকারের টানে যে পদক্ষেপ সামনে বাড়িয়েছি
তোমাদের বাধা-নিষেধের ধার না ধেরেই,
আজ বিপর্যস্ত হলে কাল তা অতিক্রম করবই।
লক্ষ্যভেদ করে যে অভীষ্ট লক্ষ্য সে পথ ডাকছে অহরহ,
প্রত্যহ স্বপ্নের দৃশ্যপটে রক্তাক্ত মুষ্টিবদ্ধ হাতগুলো
ঘরে ফেরার স্লোগানের উদ্বেগে উত্তোলিত।
পথ ছেড়ে দাও, আর অপেক্ষা করতে পারছি না।
পশ্চিম জেরুজালেমের সেই জীর্ণ কুটির
আদৌ আছে কি না জানা নেই,
পিতার রেখে যাওয়া চাবির গুচ্ছ পকেটে নিয়ে
যাযাবরের মতো দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি।
জীবিকার অন্বেষণে যেমন ঘরের মানুষ বাইরে যায়
ফেরার আনন্দ নিয়ে তারা ঘরে ফিরে প্রতিদিন,
তেমনি আমিও স্বাধীন সত্ত্বার মাঝে খুঁজতে এসেছি
আমার আসল ঠিকানায় কুঞ্চিকা হাতে নিয়ে।
অতএব, পথ ছেড়ে দাঁড়াও-এ পথ আমার পূর্বসূরির,
যেখানে আমার বসতবাড়ি অপেক্ষায় রয়েছে।