Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

আমি হইনি প্রজাপতি অপু হয়নি ঘাসফুল

আমি হইনি প্রজাপতি অপু হয়নি ঘাসফুল
সোমা মুৎসুদ্দী

অপুর সাথে শেষবার যখন দেখা
আমি তখন প্রজাপতি নই অপুও নয় ঘাসফুল
তবুও হয়েছিল কিছু ইশারায় কথা।
জলসিঁড়ি বা ধানসিঁড়ি ছুঁয়ে নয়
একটা সময় আমাদের,
দেখা হয়েছিল মনসিঁড়ি ছুঁয়ে
বিধাতার কাছে নুয়ে
পাঁজরের অলিগলি পেরিয়ে
হাজার কবিতার পঙ্্তি মাড়িয়ে
উড়াল দিলাম দুটি পাখি বন্য
প্রেম অথবা মহাশূন্য।
এখন অপুর একলা বিকেল কাটে আমাকে ছাড়া
অগোছালো ঘর আরো বেশি অগোছালো আমাকে ছাড়া
এবং আমি
ভালো আছি ভালোই আছি অপুহীন দিশেহারা।
যতটা ভালো থাকলে প্রজাপতি হতে না হয়
অপুকেও হতে হয় না বিকেলের ঘাসফুল
অথবা প্রলয়ঙ্করী ভুল।
শেষবার যখন আমাদের দেখা
যেন বিরহের ক্যানভাস আঁকা
চোখে চোখ
ভাবনার চিবুক
পুরোনো স্মৃতি
অপুর চারপাশে এখন অজস্র প্রজাপতি
সে আজ কারও বিকেল কারও গোধূলিতে মাখা ভুল
আর আমার দীর্ঘশ্বাস অচেনার ঘাসফুল।

কমেন্ট বক্স